মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম শুরু করা হয়।
পরে শহরের প্রাণকেন্দ্রে দলীয় কার্যালয়ে সামনে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভেড়ামারা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিলো কেককাটা । বাদ জোহর সকল মসজিদে দোয়া-মাহফিল এবং বিকেলে বর্ণাঢ্য আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ শেষে শহরের শাপলা চত্বরে এসে শেষ করা হয়।
আরও পড়ুনঃ পাংশায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
প্রিন্ট