রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তোরণ নির্মাণ, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, প্রচার-প্রচারণা, আলোচনা, শোভাযাত্রা, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পাংশা উপজেলার মধ্যে সার্বিক উন্নয়ন কর্মকান্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের তথ্যচিত্র জনসাধারণের মাঝে তুলে ধরার প্রয়াসসহ নানা কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে শহরের মধ্যে সুদৃশ্য তোরণ নির্মাণ, উপজেলার দৃশ্যমান স্থানে পোস্টার, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে।
পাংশা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, একদিকে ২৩ জুন দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অন্যদিকে ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। এ দু’টি দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। সে আলোকে পাংশা উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি গ্রহণ করেছে।
২৫ জুন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে পাংশা থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন সমূহের নেতাকর্মীরা বাসযোগে ব্যানারসহকারে পদ্মাসেতুর উদ্বোধন কর্মসূচিতে যোগদান করবে। এ লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুনঃ বোয়ালমারী পৌরসভায় ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তথ্য নিশ্চিত করেন।
প্রিন্ট