শহরের আলিপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ রবিবার বিকাল এর খেলায় জয় লাভ করেছে ব্রাজিল সিফাত দল।
টুর্ণামেন্টে এই দিয়ে মোট চারটি খেলার তিনটি ফলাফল আসল ট্রাইবেকারে।এদিন তাদের প্রতিপক্ষ ছিল বকুল সংঘ।খেলার প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ এবং অতিরিক্ত সময় কোন গোল না হবার কারণে খেলা টাইব্রেকার গড়ায়।
এতে বিজয়ী দল ৩-১ গোলের ব্যবধানে প্রতিপক্ষ বকুল সংঘ কে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়।
প্রিন্ট