কুষ্টিয়া খোকসা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক খোকসা সংবাদদাতা মনিরুল ইসলাম মাসুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর খোকসা প্রেসক্লাব মিলনায়তনে খোকসা প্রেসক্লাব ও সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন সঞ্চালনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সী লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, কৃষি অফিসার সবুজ কুমার সাহা, খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মনজেল আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংবাদিক হুমায়ুন কবির, মিলন খান, বাদশা খান, চঞ্চল হোসেন, মনোয়ার হোসেন, আকরাম হোসেন, ডালিম হোসেন, আব্দুল লতিফ প্রমুখ। প্রয়াত সাংবাদিক মাসুদের দুই ভাই ও সহ যোদ্ধা সাংবাদিকগণ শোকসভায় স্মৃতি চারণ করে বক্তব্য প্রদান করেন।
উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ ও সর্বস্তরের সাধারন জনতা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সালাহউদ্দীন।শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে তবারক বিতরণ করা হয়।
প্রিন্ট