ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় তৌহিদী জনতা।
রোববার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ শ্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলে উপজেলার সর্বস্তরের প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।
এ সময় ‘রাসূল (সা.) এর ভালোবাসা, আমাদের ঈমান’, ‘রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা। পরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ লম্পট, দুশ্চরিত্র নৈশ্য প্রহরী থাকলে আমাদের সন্তানদের এ স্কুলে পড়াব না!
সমাবেশে উপজেলা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা তামিম আহমেদ, সহ-সভাপতি মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মুফতি আমিনুল্লাহ, গোপালপুর ইউপি’র সভাপতি আমিরুল ইসলাম, টগরবন্দ ইউপি’র সভাপতি মুফতি হাফেজ সাফিউল্লাহ, বানা ইউপি’র সভাপতি আবু বকর ও পাঁচুড়িয়া ইউপি’র সভাপতি হাফেজ আসাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতের এক টেলিভিশন বিতর্কে বিজেপির দুইজন নেতা শুধু বিশ্ব নবীকেই নয়, সারা বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিমকে আঘাত করেছে। যে নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে ও উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা সহ্য করতে পারি না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। তাকে নিয়ে কোনো কটূক্তি করা হলে মুসলমানরা ঘরে বসে থাকবে না।
এসময় বক্তারা মহানবী (সা.) কে অবমাননাকারী বিজিপির ওই দুই নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসি দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জীন্দালের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্রীসহ আহত ৬
প্রিন্ট