ফরিদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা;) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে।এক বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ফরিদপুর পলিটেকনিক এর শিক্ষার্থীদের উদ্যোগে আজ সকাল সাড়ে বারোটায় এ কর্মসূচি পালন করা হয়।
শহরের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে শেষ হলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মোল্লা সাইফুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হাবিবুর রহমান, রবিউল হাসান, রাকিব খান, মোঃ রাব্বি পাটাদার,, আজিজুল ইসলাম, মোঃ বাবু, মোহাম্মদ সাকিব, মোল্লা সাইফুল, আকরাম হাসান মোঃ ইমন , সৌরভ ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা এই ঘটনার জন্য অবিলম্বে ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। তারা মহানবী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার কারণে নুপুর শর্মা ও নভিন জিন্দালের ফাঁসি দাবি করেন।
বক্তারা একই সাথে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ভারতীয় পন্য ব্যবহার নিষিদ্ধ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া এ ব্যাপারে ভারতীয় হাই কমিশনার কে তলব করে ব্যাখ্যা চাইবার জন্য সরকারের নিকট দাবী জানান।
প্রিন্ট