ফরিদপুর প্রেসক্লাবে ছয়দিনব্যাপী প্রথমা বইমেলা শুরু হয়েছে।আজ বিকাল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা, পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল, অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালা।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।বইমেলা প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
বই মানুষের জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। তাই এ বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে জ্ঞানের আলো বিকশিত হবে বলে সচেতন মহল মনে করে।
আরও পড়ুনঃ ফরিদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু
প্রিন্ট