শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ বিকেলে শেষ হয়েছে।এতে বঙ্গবন্ধু ইভেন্টে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলে ফরিদপুর সদর উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবল ফরিদপুর সদর উপজেলা দল ৪-০ গোলের বড় ব্যবধানে ফরিদপুর পৌরসভা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের প্রথমে বঙ্গবন্ধু ইভেন্টের খেলা এবং পরে বঙ্গমাতা ইভেন্টে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাশক অতুল সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ও ডিএফ এর সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
বক্তারা এই টুর্নামেন্ট থেকে অনেক ভালো খেলার বেরিয়ে আসবে এবং ফরিদপুরে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বক্তারা বলেন ফুটবল শুধু শারীরিক খেলা নয় এর জন্য এক টেকনিক লাগে।
তারা বলেন ফরিদপুরের যাতে সারাবছর ফুটবল খেলায় দেওয়া হয় সে জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পরে উভয় বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করা হয় । পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ লিটন ঢালী অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূইয়া, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা।
আরও পড়ুনঃ মাগুরা জেলা ক্রীড়া অফিস ও পরিবর্তনে আমরাই এর যৌথ সহযোগিতায় সাঁতার প্রশিক্ষণের পুরস্কার বিতরণ
এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন এদের মধ্যে ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম জেলা ক্রীড়া সংস্থার রেফারি কমিটির সহ-সভাপতি ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার আলী মন্ডল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান রেজা, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা আক্তার তানিয়া আক্তার ইভা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত আলহাজ্ব মোসলিম উদ্দিন, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, নির্বাহী কমিটির সদস্য শেখ নুরুল ইসলাম, প্রণব মুখার্জি, কামরুজ্জামান কামরুল, আজাদ হোসেন হাসিবুল আমিন লিপন , অমরেশ সাহা, আশুতোষ গুহ, মোস্তফা হোসেন।
গুরুত্বপূর্ণ খেলাগুলি পরিচালনা করেন জহিরুল ইসলাম জিননাহ, মাসুদ মিয়া , মোঃ সোহাগ, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাইফ দোহা দর্শন ,ও আশরাফুল ইসলাম।
এ সময় শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে দর্শক মাঠে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ এই খেলাটি উপভোগ করেন।
প্রিন্ট