আম জাম লিচুর মতোই ছোট বড় প্রায় সকলের কাছেই জনপ্রিয় একটি ফল তালশাঁস।চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে হাট বাজার ও রাস্তার ধারে খুদ্র বিক্রেতারা বিক্রি করছেন তালশাঁস। ছবিটি উপজেলার থানা মোড় এলাকা থেকে তোলা। -ছবিঃ শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধি।
প্রিন্ট