গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুর্বল ওয়েবসাইট শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারন হয়ে দাড়িয়েছে ৷ ওয়েবসাইটে ঢুকতে প্রচুর সময় লাগায় দ্রুত কোনো তথ্যের প্রয়োজন হলে শিক্ষার্থীরা হচ্ছে ভোগান্তির শিকার৷
ওয়েবসাইটের হোম পেজ দুর্বল থাকার কারনে ঢুকতে নিচ্ছে অনেক সময়৷ মাঝে মাঝে শুধু কালো পর্দাই আসে মূল ওয়েবসাইট আসে না৷ এই সমস্যা চলছে কয়েক মাস ধরে৷ হয়নি এখনও কোনো সমাধান৷
এব্যাপারে অভিযোগ করে সাধারণ শিক্ষার্থী সাইম রাইয়ান জানান, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ ও তথ্যের জন্য ওয়েবসাইটে প্রবেশ করলে কালো পর্দার মত কিছু একটা থেকে যায়। প্রযুক্তির এই যুগে দ্রুততম সময়ে নোটিশ বা অন্যান্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেশ বিলম্ব হয়। যা একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কখনোই কাম্য নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনজর কামনা করছি।”
আরও পড়ুনঃ জাতির পিতা সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নবনির্বাচিত ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক
এব্যাপারে জানতে চাইলে সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম বলেন, “আমাদের ওয়েবসাইটের বেসটা ডিজাইন করেছিল তখনকার সময়ের সহকারী প্রোগ্রামার। তাকে তৎকালীন ভিসি নাসির স্যার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন৷কোডিংটা ওভাবেই আছে৷ কোডিংটা আর পাল্টানো হয়নি৷”
নতুন ওয়েবসাইট করার ব্যাপারে তিনি জানান, “ইন্টারনেট ব্যবস্থাপনার জন্য নতুন একটা কমিটি করে দেয়া হয়েছে৷ এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন স্যার ও আছেন৷ আমরা শীঘ্রই ওয়েবসাইট পাল্টানোর ব্যাপারে কাজ করবো৷ সব কিছুর একটা প্রসেস আছে৷নতুন ওয়েবসাইটের কাজ চলছে৷ আমাদের ডাটাবেজ কনভার্টের কাজ চলছে৷ আশাকরি তারাতারি সমস্যার সমাধান হয়ে যাবে৷”
প্রিন্ট