ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজার বণিক সমিতির দুই বছর পরে ওই বাজারের সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেতিন বছরের কমিটির অনুমোদন দিয়েছেন কমিটির উপদেষ্ঠা পরিষদ।তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সভাপতি খান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ওবাইদুর রহমান।
প্রধান উপদেষ্ঠা গাজী ওমর ফারুক ও প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম লিটনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যেমে তাদের তিন বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি খান আমিরুল ইসলাম জানান, ডিসেম্বর মাসের অনুমদিত কমিটিতে এই জানুয়ারি মাসে পূর্ণাঙ্গভাবে কমিটির তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
সেখানে সহসভাপতি দুই জন, যুগ্ম সাধারণ সম্পাদক দুই জন,সাংগঠনিক সম্পাদক, কোষাধক্ষ্য, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও সাধারণ সদস্য পাঁচ জনসহ মোট ১৫ জন সদস্যকে এই কমিটিতে স্থান দেওয়ার কথা রযেছে।