ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি Logo চরভদ্রাসনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়ালিদ হোসাইন গ্রেপ্তার Logo চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার Logo তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জয়ী ওরা ১১জন মাগুরা Logo রংপুরে সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণঃ নিহত ১, বহু আহত Logo ফরিদপুরে ড্যাব এর চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু Logo শহীদ সাগরের ১ম মৃত্যুবার্ষিকী আজঃ শোক আর শূণ্যতায় কাতর বাবা-মা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল করে বিশাল ভবন নির্মাণ

নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল করে বিশাল ভবন ঢাকা ক্যাফে ও ঢাকা ফার্নিচারের মালিক তুষার শেখের বিরুদ্ধে এবার নড়াইলে জাল দলিল তৈরি করে ভাইয়ের ১৬ শতক জমি আত্মসাতের চেষ্টা এবং জোর পূর্বক দখল করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মোহাম্মদ তৌহিদুর রহমান নড়াইল পৌর এলাকার ৭৫নং দূর্গাপুর ডুমুরতলা মৌজায় (সাবেক দাগ নং ২৯৩৫, হাল দাগ ২৫৬৩ এবং সাবেক দাগ নং ২৯৪৩ হাল দাগ ২৫৮৪) পৃথক তারিখে ৪টি দলিলমূলে হিরন্ময়ী সিংহের কাছ
থেকে ১৬ শতক জমি ক্রয় করেন।জমি ক্রয়ের পর তৌহিদুর রহমান নিজের নামে নাম পত্তনসহ ওই জমি ভোগদখল করে আসছেন।জমি ক্রয় ও ভোগদখলের প্রায় ৮-৯ বছর পর ২০২০ সালের ৯মার্চ তৌহিদুর রহমানের আপন ভাই তুষার শেখ গোপনে জাল দলিলের মাধ্যমে হেবা ঘোষনাপত্র করে ওই ১৬শতক জমির মালিকানা দাবি করেন।

আরও পড়ুনঃ নগরকান্দায় নতুন ঠিকানায় যাচ্ছে আরো ১১০ টি ভূমিহীন পরিবার

অথচ তৌহিদুর রহমান হেবা ঘোষণাপূর্বক তার ভাই তুষার শেখকে জমি লিখে দেননি এবং হস্তান্তর করেননি বলে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে ২০২০ সালের ৫জুলাই নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে তৌহিদুর রহমান উল্লেখ করেন ১নং বিবাদী তার ভাই তুষার শেখ একজন লোভী, ধুরন্ধর,জাল জালিয়াত ও কুচক্রী হইতেছে।তার ভাইয়ের কাছে তপশীল জমির কাগজপত্র থাকার সুবাদে তিনি (ভাই তুষার শেখ) অন্যায় লোভের বশবর্তী হয়ে জমি আত্মসাত করার কূ-মতলবে অন্য লোককে দাতা সাজিয়ে হেবা ঘোষণাপত্র দলিল সৃষ্টি করেছেন।মামলার বাদি তৌহিদুর রহমান কখনো তপশীল জমি হেবা করার প্রস্তাব দেন নাই এবং স্বাক্ষীগণ ও সনাক্তকারীর সম্মূখে ১নং বিবাদী তার ভাই তুষার শেখের অনুকূলে মৌখিকভাবে হেবা করে জমির দখল অর্পণ করেননি।

সূত্রে আরো জানা গেছে, নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তুষার শেখ গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে লোকজন নিয়ে জোর পূর্বক ভেকু দিয়ে ওই জমির মাটি কেটে আকার আকৃতির পরিবর্তন করে জমি দখলের চেষ্টা চালান।জমির মালিক তৌহিদুর রহমান খবর পেয়ে ঢাকা থেকে এসে নালিশী জমিতে উপস্থিত হয়ে তার স্বত্ত্ব দখলীয় জমি হতে কেন তাকে বেদখল করা হবে জিজ্ঞাসাবাদ করিলে তার ভাই তুষার ও পক্ষীয় লোকজন জানায় অচিরেই আরো লোকজন নিয়ে বর্ণিত তপশীল জমি চির দখল করবে এবং তাকে উচ্ছেদ করবে।ঘটনা উল্লেখ করে তৌহিদুর রহমান নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য গত শুক্রবারে উক্ত জমিতে অবৈধভাবে ঘেরকাটা ও টিনের ঘর তৈরিতে পুলিশ দেখতে গেলে পুলিশ ও সাংবাদিকদের সামনেই তুষার শেখ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তৌহিদুর রহমানকে জবাই করার হুমকি দেয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষে ফায়ার লাইসেন্স, ভুয়া বিলের কারসাজি

error: Content is protected !!

নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল করে বিশাল ভবন নির্মাণ

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :

নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল করে বিশাল ভবন ঢাকা ক্যাফে ও ঢাকা ফার্নিচারের মালিক তুষার শেখের বিরুদ্ধে এবার নড়াইলে জাল দলিল তৈরি করে ভাইয়ের ১৬ শতক জমি আত্মসাতের চেষ্টা এবং জোর পূর্বক দখল করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মোহাম্মদ তৌহিদুর রহমান নড়াইল পৌর এলাকার ৭৫নং দূর্গাপুর ডুমুরতলা মৌজায় (সাবেক দাগ নং ২৯৩৫, হাল দাগ ২৫৬৩ এবং সাবেক দাগ নং ২৯৪৩ হাল দাগ ২৫৮৪) পৃথক তারিখে ৪টি দলিলমূলে হিরন্ময়ী সিংহের কাছ
থেকে ১৬ শতক জমি ক্রয় করেন।জমি ক্রয়ের পর তৌহিদুর রহমান নিজের নামে নাম পত্তনসহ ওই জমি ভোগদখল করে আসছেন।জমি ক্রয় ও ভোগদখলের প্রায় ৮-৯ বছর পর ২০২০ সালের ৯মার্চ তৌহিদুর রহমানের আপন ভাই তুষার শেখ গোপনে জাল দলিলের মাধ্যমে হেবা ঘোষনাপত্র করে ওই ১৬শতক জমির মালিকানা দাবি করেন।

আরও পড়ুনঃ নগরকান্দায় নতুন ঠিকানায় যাচ্ছে আরো ১১০ টি ভূমিহীন পরিবার

অথচ তৌহিদুর রহমান হেবা ঘোষণাপূর্বক তার ভাই তুষার শেখকে জমি লিখে দেননি এবং হস্তান্তর করেননি বলে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে ২০২০ সালের ৫জুলাই নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে তৌহিদুর রহমান উল্লেখ করেন ১নং বিবাদী তার ভাই তুষার শেখ একজন লোভী, ধুরন্ধর,জাল জালিয়াত ও কুচক্রী হইতেছে।তার ভাইয়ের কাছে তপশীল জমির কাগজপত্র থাকার সুবাদে তিনি (ভাই তুষার শেখ) অন্যায় লোভের বশবর্তী হয়ে জমি আত্মসাত করার কূ-মতলবে অন্য লোককে দাতা সাজিয়ে হেবা ঘোষণাপত্র দলিল সৃষ্টি করেছেন।মামলার বাদি তৌহিদুর রহমান কখনো তপশীল জমি হেবা করার প্রস্তাব দেন নাই এবং স্বাক্ষীগণ ও সনাক্তকারীর সম্মূখে ১নং বিবাদী তার ভাই তুষার শেখের অনুকূলে মৌখিকভাবে হেবা করে জমির দখল অর্পণ করেননি।

সূত্রে আরো জানা গেছে, নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তুষার শেখ গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে লোকজন নিয়ে জোর পূর্বক ভেকু দিয়ে ওই জমির মাটি কেটে আকার আকৃতির পরিবর্তন করে জমি দখলের চেষ্টা চালান।জমির মালিক তৌহিদুর রহমান খবর পেয়ে ঢাকা থেকে এসে নালিশী জমিতে উপস্থিত হয়ে তার স্বত্ত্ব দখলীয় জমি হতে কেন তাকে বেদখল করা হবে জিজ্ঞাসাবাদ করিলে তার ভাই তুষার ও পক্ষীয় লোকজন জানায় অচিরেই আরো লোকজন নিয়ে বর্ণিত তপশীল জমি চির দখল করবে এবং তাকে উচ্ছেদ করবে।ঘটনা উল্লেখ করে তৌহিদুর রহমান নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য গত শুক্রবারে উক্ত জমিতে অবৈধভাবে ঘেরকাটা ও টিনের ঘর তৈরিতে পুলিশ দেখতে গেলে পুলিশ ও সাংবাদিকদের সামনেই তুষার শেখ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তৌহিদুর রহমানকে জবাই করার হুমকি দেয়।


প্রিন্ট