মাগুরায় বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ এপ্রিল সকাল ১০ টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয় অনুষ্ঠানটি শুরু হয় এ পর্যায়ে কৃষকদের উদ্দেশ্য করে প্রধান বক্তা বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য ২০২২ সালে অনেক সুযোগ-সুবিধা কৃষি ভর্তুকি ও ঋণের ব্যবস্থা করছে এর মধ্যে দিয়ে মাগুরা জেলায় বিভিন্ন থানায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি কৃষকদের বিতরণ করেন।
প্রধান অতিথি হয়ে সভায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সভাপতি মাগুরা জেলা আওয়ামীলীগ আফম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু,চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক, মাগুরা জেলা-আওয়ামীলীগ খুরশিদ হায়দার টুটুল, মুস্তাফিজুর রহমান (স্বপন) যুব ও ক্রীড়া সম্পাদক মাগুরা জেলা আওয়ামী লীগ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এ্যাড. মইনুল ইসলাম পলাশ, আহ্বায়ক , মাগুরা জেলা কৃষকলীগ এবং উক্ত আলোচনা সভা সঞ্চালনা সাজ্জাদুল ইসলাম (বিপু), সাধারণ সম্পাদক মাগুরা জেলা- কৃষকলীগ, পৌর কৃষক লীগের সভাপতি মো. ইদ্রিস আলী খান। মাগুরা কৃষক লীগের নেতাকর্মীরা বলেন মাগুরা জেলার কৃষকদের পাশে সবসময় আছে এবং থাকবে।
এছাড়াও উক্ত আলোচনাসভায় মাগুরা জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট