র্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আর জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ফরিদপুরে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা ।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা।
এরপরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস হতে একটা বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, ফরিদপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি গোলাম কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, সদর উপজেলার আহবায়ক শেখ আকতার, সালতা থানার সভাপতি সেলিম মোল্লা, নগরকান্দার সভাপতি জিন্নাহ সরদার, মধুখালী থানার সম্পাদক হাবিবুর রহমান, কৃষক নেতা জিন্নাত আলী মুন্সী, প্রমূখ।
আরও পড়ুনঃ ফরিদপুরে বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
এ সভায় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে দেশ অভূতপূর্ব সাফল্য উন্নয়ন করায় বঙ্গবন্ধুর কন্যাকে ধন্যবাদ জানান। তারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজকে খাদ্যে স্বনির্ভর হয়েছে । তাই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বক্তরা দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়েছে এখন থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান ।
প্রিন্ট