ফরিদপুর তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা পৌনে বারোটায় ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুর তৃনমুল বিএনপির ব্যানারে জেলা ও মহানগর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির একাংশের উদ্দোগে নব গঠিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির অযোগ্য ব্যাক্তিদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য পেশ করেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা , খন্দকার ফজলুল হক টুলু, এবি সিদ্দিকি সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির সংবাদ সম্মেলনে নেতাকর্মী দের দাবি দাওয়া ৭২ ঘন্টার মধ্যে না মানা হলে আন্দোলন কারীরা দল থকে পতত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ফরিদপুর প্রেসক্লাবে এসে উপস্থিত হয়।
প্রিন্ট