রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ চরভদ্রাসনে পুলিশের সহায়তায় প্রধানমন্ত্রীর ঘর পেল গৃহহীন সোনাই বিবি
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন ও আইন-শৃঙ্খলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।
সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট