কুষ্টিয়ার খোকসায় “সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলী।
আরও পড়ুনঃ মধুখালীতে পিয়াজের বাম্পার ফলন
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ আলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নুরুজ্জামান, জয়ন্ত রায় বিটূ, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া ব্যক্তিত্ব গণ উপস্থিত ছিলেন। বক্তাগণ ক্রীড়া দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা ক্রিয়া সংস্থা আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
প্রিন্ট