মাগুরার মহম্মদপুরের বাবুখালী বাহিরচর এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ করেছে মহম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (০৫জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, এস আই কাজী রিপন বাবুখালী পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ উদ্দিন; এস আই তোজাম্মেল হক সহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেলে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করে গাড়ি ও ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাস।