পাবনার চাটমোহরে সুবিধা বঞ্চিত অনগ্রসর গ্রামীণ নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার দাসপাড়ায় ৫০জন নারীকে নিয়ে সচেতনতামূলক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
’শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই শ্লোগানে স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ শীর্ষক গ্রামীণ নারীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সমস্যা, বাল্য বিবাহ, নারীর বিরুদ্ধে সহিংশতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা, ডিজিটাল নানা সেবা দিয়ে সচেতনতা সৃষ্টি ও সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর করতে সহায়তা প্রদানেআলোচনা হয়।
এ সময় উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী এসএম মোজাহারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন,উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা রীতা খাতুন প্রমূখ।
প্রিন্ট