ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লিটন মৃধাকে বহিষ্কারের সুপারিশ করবে ফরিদপুর কৃষক লীগ

বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মৃধা লিটন।

বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কৃষক লীগ নেতা লিটন মৃধাকে বহিষ্কারের সুপারিশ করবে জেলা কৃষক লীগ ।

জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীসহ সহযোগী সকল সংগঠনের কাজ করার কথা। অথচ কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিটন মৃধা বোয়ালমারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন- যা সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য তাকে ২৯ ডিসেম্বর কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

তিন দিনের মধ্য জবাব দেওয়ার সময় নির্ধারিত থাকলেও তিনি কোন জবাব দেননি। তাই অচিরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে কৃষক লীগের সকল পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে কেন্দ্রে। তিনি আরও বলেন, দুই-একদিনের মধ্যেই জেলা কমিটির সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে লিটন মৃধা বলেন, জনগণ আমাকে চায়- সে জন্য আমি নির্বাচন করছি। আমার ব্যাপারে দল যদি কোন সিদ্ধান্ত নেয়, আমি তা মাথা পেতে নেব।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, লিটন মৃধা গত উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েন তিনি।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌর নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে সেলিম রেজা লিপন, বিএনপি থেকে আ. শুকুর শেখ ও স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) লিটন মৃধা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ৩ ওয়ার্ডে ১১ জন ও সাধারণ কাউন্সিলর হিসেবে ৯ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ২৭৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৯৬ জন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

error: Content is protected !!

লিটন মৃধাকে বহিষ্কারের সুপারিশ করবে ফরিদপুর কৃষক লীগ

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
ডেস্ক রিপোর্টঃ :

বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কৃষক লীগ নেতা লিটন মৃধাকে বহিষ্কারের সুপারিশ করবে জেলা কৃষক লীগ ।

জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীসহ সহযোগী সকল সংগঠনের কাজ করার কথা। অথচ কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিটন মৃধা বোয়ালমারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন- যা সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য তাকে ২৯ ডিসেম্বর কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

তিন দিনের মধ্য জবাব দেওয়ার সময় নির্ধারিত থাকলেও তিনি কোন জবাব দেননি। তাই অচিরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে কৃষক লীগের সকল পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে কেন্দ্রে। তিনি আরও বলেন, দুই-একদিনের মধ্যেই জেলা কমিটির সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে লিটন মৃধা বলেন, জনগণ আমাকে চায়- সে জন্য আমি নির্বাচন করছি। আমার ব্যাপারে দল যদি কোন সিদ্ধান্ত নেয়, আমি তা মাথা পেতে নেব।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, লিটন মৃধা গত উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েন তিনি।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌর নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে সেলিম রেজা লিপন, বিএনপি থেকে আ. শুকুর শেখ ও স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) লিটন মৃধা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ৩ ওয়ার্ডে ১১ জন ও সাধারণ কাউন্সিলর হিসেবে ৯ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ২৭৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৯৬ জন।


প্রিন্ট