বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লিগ এ বড় ব্যবধানে জয়লাভ করেছে তারার সংঘ লাল।শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগ এ বুধবারের অনুষ্ঠিত খেলায় জয় লাভ করেছে তারার সংঘ লাল।
এদিন তারা প্রতিপক্ষ ভাঙ্গা ইয়াং টাইগার্স একাদশকে ১৮১ রানের বড় ব্যবধানে পরাজিত করে।নির্ধারিত ৪৫ ওভারের এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে তারার সংঘ লাল দল ২৫৫ রানে অলআউট হয়।দলের পক্ষে নাহিদ সর্বোচ্চ ৮৭ রান করে।
ইয়াং টাইগার্স দলের পক্ষে তাহামুর করিম ৮ ওভারে ৫১ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন।জবাবে ইয়াং টাইগার্স একাদশ ৭৪।রানে অলআউট হয় ।
প্রিন্ট