পাবনার চাটমোহরে উপজেলার পার্শডাঙ্গা ইউনিয়নে পারচাটরা গ্রামের এক মানসিক প্রতিবন্ধীকে মারপিটের অভিযোগ উঠেছে। ওই মানসিক প্রতিবন্ধীর নাম আব্দুল মালেক (২৫)। সে ওই গ্রামের আব্দুর রশীদ এর ছেলে।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে সোমবার(২৮ ফেরুয়ারী) দিবাগত রাতে মানসিক প্রতিবন্ধী আব্দুল মালেক তার এক আত্মীয় বাড়িতে যাবার জন্য বের হয়ে শ্রীদাসখালি ছোরাফ হোসেন এর ছেলে জাকির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে জাকির হোসেন তাকে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে।
এসময় তার চিৎকারে এলাকাবাসি এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
প্রিন্ট