মাগুরায় ৫০ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতা ২০২২ (উপজেলা পর্যায়) মাগুরা সদরে শুরু হয়েছে। শনিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে ব্যাডমিন্টন, ক্রিকেট ও ভলিবল খেলার উদ্বোধন করা হয়।
শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জিয়াউল ইসলাম, তিতারখা পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সূবর্ণা বিশ্বাস সহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরী স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দগণ।
ক্রিকেট খেলায় ৮ ক্লাস্টার বালক বালিকা, ভলিবল খেলায় ৮ ক্লাস্টার বালক ও বালিকা এবং ব্যাডমিন্টন খেলায় ৮ ক্লাস্টার বালক ও বালিকা অংশ গ্রহণ করেছে। ক্রিকেট, ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ করা হবে সোমবার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টার সময়।
প্রিন্ট