মাগুরায় বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর মতবিনিময় সভা ও আলোচনার আয়োজন। শনিবার ১২ ফেব্রুয়ারী দুপুর ২ টার সময় বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন মাগুরা জেলা শাখার আয়োজনে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর মাগুরা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি খুলনা ইউনানী মেডিকেল কলেজ অধ্যক্ষ হাকীম নৃপেন্দ্র নাথ বৈরাগী ও উপস্থাপনা করেন হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ প্রভাষক হাকীম মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথি ছিলেন প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠিত অধ্যক্ষ হাকীম ও কবিরাজ তপন কুমার বসু। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ছিলেন প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রভাষক হাকীম ও কবিরাজ সৈয়দ মেহেদী আক্তার খোকা, সেভিয়ার ইউনানী ল্যাবরেটরীজে হাকীম মোঃ আব্দুল মতিন, হামর্দদ ওয়াকফ বাংলাদেশ মাগুরা জেলা শাখা চিকিৎসক ও ভারপ্রাপ্ত ম্যানেজার হাকীম সোরাইয়া খাতুন, সোরাইয়া মেডিকেল ঔষধালয় হাকীম মোল্লা আফরোজ, হাকীম মোঃ ইদ্রিস আলী, হাকীম হাফেজ মনিরুল ইসলাম, হাকীম লাবনী খাতুন, হাকীম কিশোর কুমার রায়, হাকীম মোঃ ফারুক আহমেদ, হাকীম নাসির উদ্দিন কবির, হাকীম মোঃ নবিরুজ্জামান নবি।
আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ হাকীম ও কবিরাজ তপন কুমার বসু বলেন, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র হলো মহাসমুদ্র জ্ঞান ভান্ডার, এই ঔষধ তৈরীতে ৯৫% ভেষজ এবং মাত্র ৫% প্রাণীজ ও খনিজ দ্রব্য ব্যবহার করা হয়। তিনি আরও বলেন, এই চিকিৎসা শাস্ত্রকে পৃথিবীতে বাচিয়ে রাখতে হলে অবশ্যই বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন বাংলাদেশ সরকারের সাথে মতবিনিময় আলোচনা করে এবং চিকিৎসা শাস্ত্র বিদ্যায় পারদর্শী এ ক্যাটাগরী ও বি ক্যাটাগরী ডিপ্লোমা ডিগ্রী ধারীদের ঔষধ নিজ হাতে তৈরি করে মানুষের রোগের উপকারের জন্য সুযোগ-সুবিধার সৃষ্টি করতে হবে।
সভাপতি অধ্যক্ষ হাকীম নৃপেন্দ্র নাথ বৈরাগী বলেন, ইউনানী চিকিৎসা হলো প্রাচীন চিকিৎসা, এটাকে উন্নতি ও বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের হাকীমদের একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানের সমাপ্তি প্রান্তে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন কমিটির সিদ্ধান্ত মোতাবেক অক্সফোর্ড ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মাগুরা (প্রস্তাবিত) প্রভাষক হাকীম ও কবিরাজ মোঃ ফারুক আহমেদ কে মাগুরা জেলা শাখার বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রিন্ট