বাংলাদেশ চিনি ওখাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ (এনডিসি,যুগ্মসচিব) মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কর্মকর্তা,শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ ও আখচাষীদের সাথে মতবিনিময় সভা,চিনিকলের কারখানা পরিদর্শণ ও আখরোপন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
রোবাবার সকালে চিনিকলের অতিথিভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কারখানা)কল্যাণ কুমার দেবদাস,মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহম্মদ মিজানুর রহমান,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিসউজ্জামান। এসময় চিনিকলের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলি বিশ্বাস,সাধারন সম্পাদক কাজল বসু,সহ সভাপতি হারুন অর রশিদ,সহ সাধারন সম্পাদক মো. শাহিন মিয়া,অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আখচাষীদের সাথে মতবিনিময় সভায় আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান,সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু,দপ্তর সম্পাদক মজিবর রহমান,মতিয়ার রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১২ টায় ফরিদপুর চিনিকলের কারখানা পরিদর্শন করেন এবং বেলা সাড়ে ১২ টায় মিলসগেট সাবজোনের একটি জমিতে আখরোপন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এর আগে পরিচালক(অর্থ)খোন্দকার আজিম আহমেদ (এনডিসি,যুগ্মসচিব) চিনিকলের অফিসার্স কলোনীর আগাছা পরিষ্কার করন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
প্রিন্ট