ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর Logo বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী Logo তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন Logo মাধবদীতে হুমায়ুন কবির নামে এক জনকে গুলি করে হত্যা Logo প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারেক জিয়ার ৩১ দফার দাওয়াত পৌছে দিতে হবে Logo মাত্র একটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে ছড়িয়ে দিয়েছেন হেলাল হাফিজ Logo পাংশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Logo কালুখালী কলেজ প্রভাষক রাজ্জাকের জানাজা সম্পন্ন Logo খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে দরিদ্র তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত শিল্প উপকরন বিতরণ Logo মালাই চা বিক্রি করে শামীম সাবলম্বী
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চাটমোহরে দিন দিন জনপ্রিয় হচ্ছে পলিথিন শেডের বীজতলা

পাবনার চাটমোহর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধা‌নের বীজতলা কোল্ড ইনজু‌ড়িহ‌তে রক্ষায় এলাকায় জন‌প্রিয় হ‌চ্ছে প‌লি‌থিন শে‌ডে বীজতলা।
এ পদ্ধ‌তি‌তে বীজতলা  এক‌দি‌কে যেমন চারা পচনের হাত থেকে রক্ষা পা‌চ্ছে অন‌্যদি‌কে সময় কম লাগায় দ্রুত আসছে ফসল। যার ফ‌লে কৃষক পর্যা‌য়ে বৃদ্ধি পা‌চ্ছে প‌লি শে‌ডে বীজ উৎপাদ‌নের আধু‌নিক এই কৌশল।
এ বিষয় চাটমোহর উপজেলার  উপসহকারী কৃ‌ষি কর্মকর্তারা মাঠ পর্যা‌য়ে গিয়ে  বিভিন্ন  কৃষক‌দের মাঝে  পরামর্শ দি‌চ্ছেন এবং এই পদ্ধ‌তি‌তে বীজতলা কর‌তে কৃষক‌দের উদ্ধুদ্ধ ক‌রে যা‌চ্ছেন।
 উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান, গত বছর বো‌রো মৌসু‌মে চাট‌মোহ‌রের মথুরাপুর গ্রা‌মের ৭৫ জন কৃষ‌কের ১৫০ বিঘা জ‌মি‌তে সরকা‌রি ব‌্যবস্থাপনায় সমলয় এ বো‌রো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখা‌নে ট্রেতে প‌লি‌থিন শে‌ড ক‌রে বীজতলা করা হয়। এ‌তে  ভা‌লো মা‌নের চারা উৎপাদন হওয়ায় কারণে কৃষকরা এবছরও পদ্ধ‌তি‌টি ধ‌রে রে‌খে‌ছে।
 উপজেলার মথুরাপুরের কৃষক মামুনুর রহমান ব‌লেন, প‌লি‌থিন শে‌ডে ঢে‌কে বীজতলা করায় চারা রোগ ও পচন হ‌তে রক্ষা পা‌চ্ছে। দৃত বৃ‌দ্ধিও দ্রুত হ‌চ্ছে চারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ জানান কৃষকরা এ পদ্ধ‌তির সুফল পে‌য়ে‌ছেন ব‌লেই পদ্ধ‌তি‌টি ব‌্যাপক ভা‌বে সাড়া ফে‌লে‌ছে।কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডাতে চারার সুরক্ষা প্রদান করে  ধানের চারা সতেজ রাখে, রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর

error: Content is protected !!

চাটমোহরে দিন দিন জনপ্রিয় হচ্ছে পলিথিন শেডের বীজতলা

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :
পাবনার চাটমোহর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধা‌নের বীজতলা কোল্ড ইনজু‌ড়িহ‌তে রক্ষায় এলাকায় জন‌প্রিয় হ‌চ্ছে প‌লি‌থিন শে‌ডে বীজতলা।
এ পদ্ধ‌তি‌তে বীজতলা  এক‌দি‌কে যেমন চারা পচনের হাত থেকে রক্ষা পা‌চ্ছে অন‌্যদি‌কে সময় কম লাগায় দ্রুত আসছে ফসল। যার ফ‌লে কৃষক পর্যা‌য়ে বৃদ্ধি পা‌চ্ছে প‌লি শে‌ডে বীজ উৎপাদ‌নের আধু‌নিক এই কৌশল।
এ বিষয় চাটমোহর উপজেলার  উপসহকারী কৃ‌ষি কর্মকর্তারা মাঠ পর্যা‌য়ে গিয়ে  বিভিন্ন  কৃষক‌দের মাঝে  পরামর্শ দি‌চ্ছেন এবং এই পদ্ধ‌তি‌তে বীজতলা কর‌তে কৃষক‌দের উদ্ধুদ্ধ ক‌রে যা‌চ্ছেন।
 উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান, গত বছর বো‌রো মৌসু‌মে চাট‌মোহ‌রের মথুরাপুর গ্রা‌মের ৭৫ জন কৃষ‌কের ১৫০ বিঘা জ‌মি‌তে সরকা‌রি ব‌্যবস্থাপনায় সমলয় এ বো‌রো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখা‌নে ট্রেতে প‌লি‌থিন শে‌ড ক‌রে বীজতলা করা হয়। এ‌তে  ভা‌লো মা‌নের চারা উৎপাদন হওয়ায় কারণে কৃষকরা এবছরও পদ্ধ‌তি‌টি ধ‌রে রে‌খে‌ছে।
 উপজেলার মথুরাপুরের কৃষক মামুনুর রহমান ব‌লেন, প‌লি‌থিন শে‌ডে ঢে‌কে বীজতলা করায় চারা রোগ ও পচন হ‌তে রক্ষা পা‌চ্ছে। দৃত বৃ‌দ্ধিও দ্রুত হ‌চ্ছে চারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ জানান কৃষকরা এ পদ্ধ‌তির সুফল পে‌য়ে‌ছেন ব‌লেই পদ্ধ‌তি‌টি ব‌্যাপক ভা‌বে সাড়া ফে‌লে‌ছে।কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডাতে চারার সুরক্ষা প্রদান করে  ধানের চারা সতেজ রাখে, রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে।

প্রিন্ট