ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা চত্ত¡রে এই কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিএমপি কমিশনার, জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ইউএনও তৌহিদ এলাহী, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,ওসি ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসন,সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
এসময় পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, আসহায় মানুষেরমাঝে প্রায় ১২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সমাজের প্রত্যেককে সামাজিক ও নাগরিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়েমাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সদ্য যোগদানকৃত আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদু্জ্জুামানকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান গ্রহণ করার কথা বললেন।