পদ্মা সেতু সম্পন্ন হওয়ার পর দক্ষিন- পশ্চিমাঞ্চলে যে শিল্পকারখানা স্থাপিত হবে সেখানে চরাঞ্চলের অবহেলিত মানুষদের কর্মস্থানে অগ্রাধীকার দেওয়া হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নায়নে কাজ করছেন।
রোবার সকালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে মুজিব জন্মশর্ত বাষিকী উপলক্ষে তিন দিনের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আ’ লীগের সহ সভাপতি একে আজাদ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, কতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নারী নেত্রী আইভি মাসুদ, কেএম সেলিম, শহীদুল ইসলাম নিরু, মাইনুদ্দীন আহমেদ মানু, তুহিন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ আরো বলেন, জেলা আওযামীলীগ ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করছে। এই ঐকে্য কোন ভাবে যেনু কেউ ফাটল ধরাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে, দেশের মানুষের যে কোন দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে এক যোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে শীতার্তদের মানুষের পাশে এগিয়ে এসেছি আমার।
ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নে জেলা আওয়ামীলীগ উদ্যোগে ছয় হাজর কম্বল বিতরণ করা হচ্ছে।