শহরের গোলাপদী মাতুব্বর ডাংগি ক্রিকেট টুর্নামেন্ট এর সেমিফাইনালে উন্নীত হয়েছে চারটি দল ।
স্থানীয় বাসিন্দা ফারুক মৃধার বাড়ির পাশের মাঠে অনুষ্ঠিত এ ক্রিকেট টুর্ণামেন্টে মোট আটটি দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করে। এতে প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এছাড়া প্রতিটি খেলাই ৬ ওভারে অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে তিনটি দল ই পরে ব্যাট করে ম্যাচ জয়লাভ করে সেমিফাইনাল এ উন্নীত হয়।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন ফয়সাল।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ফারুক মৃধা স্বপন মৃধা রাসেল মৃধা কাদের শেখ ও শিপন মৃধা।
টুর্নামেন্ট পরিচালনা করছেন সুমন শেখ ,অলক ও রিমন নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় টেপাখোলা টাইগার ৫ উইকেটের বিনিময়ে সুপারস্টার ক্লাব কে , দ্বিতীয় খেলায় গোলাপদী মাতুব্বর ডাংগি একাদশ ৫ উইকেটে বিনিময়ে মেডিকেল কে পরাজিত করে।
টুর্নামেন্টের তৃতীয় খেলাটি টাই হয় এ খেলায় মোকাবেলা করে জুনিয়র সুপারস্টার ক্লাব বনাম ব্রাদার্স একাদশ এই খেলায় দল ৫১ রান করে করলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে । এরপর সুপার ওভারে ব্রাদার্স দল সুপারস্টার জুনিয়র ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।
রাতের শেষ খেলাতে মুন্সি ডাংগি একাদশ ৪৬ রানে বেপারী পাড়া যুব সংঘ কে পরাজিত করে সেমিফাইনালে উননীত হয়।
প্রতিযোগিতায় বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই টুর্নামেন্টে উপভোগ করেন।আম্পায়ারের দায়িত্বে ছিলেন তোফাজ্জল হোসেন ও আল-আমিন।
প্রিন্ট