রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার অভ্যন্তরে বৃহস্পতিবার ২০ জানুয়ারী থেকে ওএমএস’র বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।
করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চাল ও আটার বাজারমূল্য সহনীয় রাখার নিমিত্তে পাংশা পৌরসভার মধ্যে ওএমএস’র বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
জানা যায়, পাংশায় ওএমএস কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ী অরুন কুমার দাস (পাংশা বাজার), ওয়াহিদ হাসান (মৈশালা সরদার বাসস্ট্যান্ড বাজার), নাইমুল হাকিম রনো (বারেক মোড় বাজার) ও গোবিন্দ চন্দ্র কুন্ডু (পাংশা পুরাতন বাজার) ৪জন ডিলার নিয়োগ প্রদান করা হয়েছে। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলা রেখে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে প্রতিদিন একজন ডিলার ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রি করছেন।
বৃহস্পতিবার সকালে পাংশা সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ ইব্রাহীম আদমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ওএমএস কার্যক্রম তদারকি করেন।
প্রিন্ট