ফরিদপুরের নগরকান্দায় কৃষি কাজে সহযোগিতায় নারী শ্রমিকেরা। পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। তারাও কৃষি কাজে সহযোগিতা করে যাচ্ছেন।
পিঁয়াজ আবাদ খ্যাত উপজেলায় এ মৌসুমে চাষীদের শ্রমিক সংকট দেখা দেয়। তাই পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকেরা কৃষি ক্ষেত্রে অতিরিক্ত কাজ করে যাচ্ছেন।
পুরুষেরা পিঁয়াজের হালি রোপন করে পাশাপাশি নারীরা তাদের সহযোগিতা করার জন্য বীজতলা থেকে চারা উত্তোলন করে থাকে। এছাড়াও ইরি ধানের বীজতলা থেকে চারা উত্তোলন করতে দেখাগেছে।
চলতি বছরে এ উপজেলায় সাড়ে ৮ হাজার হেক্টোর জমিতে হালি পিঁয়াজের আবাদ হবে বলে কৃষি দপ্তর সুত্রে জানাগেছে।
প্রিন্ট