এই তীব্র শীতে ভালবাসার উঞ্চতা ছড়িয়ে দিতে ঢাকাস্থ পাবনা-০৩ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে হতদরদ্রি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত তিনদিনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয় ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহীন রহমান, প্রভাষক ইকবাল কবির রঞ্জু।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন জনি, হৃদয় হোসেন রিপন, মেহেদী হাসান মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক অমিত কস্তা, ইমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রিন্ট