রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার ১০ জানুয়ারী যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির ৫বারের মতো নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পাংশা পৌরসভার কাউন্সিলর সোরাপ মন্ডল, বাদশা মন্ডল, চাঁদ আলী সরদার, তাজুল ইসলাম লাইলী বেগম,জেসমিন আক্তার ও শেফালী বেগম, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হোসেন শেখ ও লাবলু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মনজুর কাদের মাসুদ ও জনাব মন্ডল, যুবলীগ নেতা সেলিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট