ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের মিলনায়তনে অনুর্ধ ১৮ শেখ কামাল জোনাল ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে ক্রিকেট কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল ফিরোজের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মোসলেম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আমিনুর রহমান ফরিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুখলেসুর রহমান বাবলু, প্রণব কুমার মুখার্জি, শেখ নুরুল ইসলাম, আশুতোষ গুহ, প্রমুখ।
এতে অনূর্ধ্ব ১৮ শেখ কামাল জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় ফরিদপুর দলের অংশগ্রহণ এর সিদ্ধান্ত নেওয়া হয়।এতে ফরিদপুর জেলা টাঙ্গাইল স্টেডিয়ামে অংশগ্রহণ করবে।
এছাড়া ১৬ সদস্যের দলের সাথে জেলা টিমের কোচ হিসেবে মনোনয়ন দেয়া হয় তানভির আহমেদ রাজিব ও ম্যানেজার হিসেবে মনোনয়ন দেওয়া হয় অমরেশ সাহা কে।
আগামী ১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্বাগতিক ফরিদপুরের শেখ জামালই স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে গ্রহণ করা হয় । এখানে টাঙ্গাইল নরসিংদী গোপালগঞ্জ রাজবাড়ী জেলা অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতায় ক গ্রুপে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
প্রিন্ট