ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার আগামী নির্বাচনে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজসেবক মো. সুমনউর রশীদ শুক্রবার রাতে তার কর্মী সমার্থদের সাথে নিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাকাইল ঈদগাহ মাঠে এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে নৈশভোজ করান।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছিরউদ্দিন মিয়া, গোপালপুর ইউনিয়ন শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, দরবেশ মিয়া, জিন্নুরাইন ও মমিন খান প্রমুখ।
সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুমনউর রশীদ বলেন, আমি সবসময় এলাকার মানুষের সুখ দুঃখে পাশে রয়েছি। আজীবন অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আশা করি আগামী পৌরসভার নির্বাচনে আমি কাউন্সিলর পদপ্রার্থী আপনাদের সেবা করার জন্য সুযোগ দিবেন। আমার জন্য দোয়া করবেন।
প্রিন্ট