ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৬ জানুয়ারি ২০২২ তারিখে সমাপ্ত হয়েছ।
ছেলে ও মেয়েদের একক ও দ্বৈত উভয় ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রফিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার, আলফাডাঙ্গা, ফরিদপুর এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং সমাপণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ,কে, এম জাহিদুল হাসান (জাহিদ), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলফাডাঙ্গা, ফরিদপুর।
বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মোঃ ওহিদুজ্জামান, অফিসার ইনচার্জ, আলফাডাঙ্গা, ফুরিদপুর, মো: আঃ আউয়াল আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আলফাডাঙ্গা, ফুরিদপুর, মোঃ আশরাফুর রহমান, একাডেমিক সুপারভাইজার, আলফাডাঙ্গা, ফুরিদপুর, মোঃ আজাদুল ইসলাম, প্রধান শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়, মোঃ আইয়ুব আলী মৃধা, প্রধান শিক্ষক, শিরগ্রাম ববহুমুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রিন্ট