বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে নিজেদের শেষ ম্যাচে জয়লাভ করে চলতি লীগ শেষ করল লক্ষ্মীপুর যুব সংঘ।
অপরদিকে চলতি লীগে টানা ৭ টি ম্যাচ খেললে ও কোন ম্যাচে না জিতে প্রতিযোগিতা থেকে শূন্য হাতে বিদায় নিল ফরিদপুর মুসলিম মিশন।
শেখ জামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় লক্ষ্মীপুর যুব সংঘ ২-০ গোলে ফরিদপুর মুসলিম মিশন কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে আকাশ ও মৃদুল।
গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন , সহযোগী রেফারি সোহাগ ও ফয়সাল । শুক্রবার লীগের গুরুত্বপূর্ণ খেলায় মোকাবেলা করবে শফিউদ্দিন স্মৃতি সংঘ বনাম সবুজ সেনা ক্লাব।
প্রিন্ট