ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর দুর্বৃত্তদের Logo কুষ্টিয়ায় পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু ! Logo বাঘায় মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-১ Logo ‘এরশাদ গ্রুপ’ এর শীর্ষ সন্ত্রাসী সোহেল বিপুল পরিমাণ অস্ত্র, গুলিসহ গ্রেফতার Logo ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছিঃ চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড Logo যশোর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সহ ৪৯ জন চোরাকারবারী আটক Logo ফরিদপুরে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক Logo উত্তরার বিমান দুর্ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ Logo ফরিদপুরে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সফল অভিযান
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

-ছবি প্রতীকী।

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।

মো. তালাত মাহমুদ শাহিন বলেন, তাঁর বাড়িতে নির্বাচনী মিটিং শেষ করে চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার তাঁদের ৮ / ১০ জন ঘিরে ধরে। বহলাডাঙ্গা গ্রামের রাসেল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পালানোর জন্য দৌড় দিলে চোখের কোণ ঘেঁষে গুলি বেরিয়ে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনের চাচা বলেন, ফরিদ বন্দুক দিয়ে তাঁর ভাতিজাকে গুলি করেন। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। তাঁর ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর অভিযুক্তরা আরও দুটি ফাঁকা ফায়ার করে চলে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সরিষা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তালাত মাহমুদ শাহিনের অন্য কোনো সদস্য প্রার্থীর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর দুর্বৃত্তদের

error: Content is protected !!

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।

মো. তালাত মাহমুদ শাহিন বলেন, তাঁর বাড়িতে নির্বাচনী মিটিং শেষ করে চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার তাঁদের ৮ / ১০ জন ঘিরে ধরে। বহলাডাঙ্গা গ্রামের রাসেল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পালানোর জন্য দৌড় দিলে চোখের কোণ ঘেঁষে গুলি বেরিয়ে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনের চাচা বলেন, ফরিদ বন্দুক দিয়ে তাঁর ভাতিজাকে গুলি করেন। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। তাঁর ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর অভিযুক্তরা আরও দুটি ফাঁকা ফায়ার করে চলে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সরিষা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তালাত মাহমুদ শাহিনের অন্য কোনো সদস্য প্রার্থীর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।


প্রিন্ট