ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতিয়ায় নব পাঠদান ও বই বিতরণ অনুষ্ঠিত Logo তানোরে আহম্মদ চ্যারিটি সেন্টারের শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান Logo রাজশাহীতে শীতার্ত দু:স্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি’র মৃত্যুবার্ষিকী স্মরণে ফরিদপুরে আলোচনাসভা অনুষ্ঠিত Logo লালপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত Logo তানোরে পল্লী বিদ্যুতের দুর্নীতিতে হুমকির মুখে পানির স্তর Logo সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলাঃ -জেলা প্রশাসক যশোর Logo লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটা বন্ধ Logo মধুখালীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত Logo বাঘার কুখ্যাত মাদক ব্যবসায়ী চপল আলীকে গ্রেফতার করেছে র‌্যাব
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

-ছবি প্রতীকী।

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।

মো. তালাত মাহমুদ শাহিন বলেন, তাঁর বাড়িতে নির্বাচনী মিটিং শেষ করে চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার তাঁদের ৮ / ১০ জন ঘিরে ধরে। বহলাডাঙ্গা গ্রামের রাসেল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পালানোর জন্য দৌড় দিলে চোখের কোণ ঘেঁষে গুলি বেরিয়ে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনের চাচা বলেন, ফরিদ বন্দুক দিয়ে তাঁর ভাতিজাকে গুলি করেন। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। তাঁর ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর অভিযুক্তরা আরও দুটি ফাঁকা ফায়ার করে চলে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সরিষা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তালাত মাহমুদ শাহিনের অন্য কোনো সদস্য প্রার্থীর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাতিয়ায় নব পাঠদান ও বই বিতরণ অনুষ্ঠিত

error: Content is protected !!

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।

মো. তালাত মাহমুদ শাহিন বলেন, তাঁর বাড়িতে নির্বাচনী মিটিং শেষ করে চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার তাঁদের ৮ / ১০ জন ঘিরে ধরে। বহলাডাঙ্গা গ্রামের রাসেল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পালানোর জন্য দৌড় দিলে চোখের কোণ ঘেঁষে গুলি বেরিয়ে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনের চাচা বলেন, ফরিদ বন্দুক দিয়ে তাঁর ভাতিজাকে গুলি করেন। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। তাঁর ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর অভিযুক্তরা আরও দুটি ফাঁকা ফায়ার করে চলে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সরিষা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তালাত মাহমুদ শাহিনের অন্য কোনো সদস্য প্রার্থীর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।


প্রিন্ট