নড়াইল ও কালিয়া পৌরসভায় মেয়র পদে মোট ৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া নড়াইল পৌরসভায় সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫২জন এবং কালিয়া পৌরসভায় সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল পৌরসভায় মেয়র পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনজুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকে মাওঃ মোহাম্মদ খায়রুজ্জমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালিয়া পৌরসভায় মেয়র পদে ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জমান হীরা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জমান মিলু এবং আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা ফকির মুশফিকুর রহমান লিটন এবং কালিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি বি এম এমদাদুল হক টুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ ও পুরুষ কাউন্সিলর পদে ৪১জন এবং কালিয়া পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন এবং পুরুষ কাউন্সিলর পদে ৪০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেছেন, কেন্দ্র থেকে যে দু’জনকে মনোনয়ন দেওয়া হয়েছে,দলীয় নেতা-কর্মী সবাইকে এ দু’জনের পক্ষে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বাইরে যদি কেউ বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হবে।
জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, আগামি ৩ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ৩০ জানুয়ারী এ দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।