নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে ভোটে আওয়ামী লীগ ৭টি এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৫টিতে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নোয়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুন্সি জোসেফ হোসেন (নৌকা), জয়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম সুমন (নৌকা), লোহাগড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোছা, নাসমিন বেগম (নৌকা), কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান (নৌকা), ইতনা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ সিহানুক রহমান (নৌকা), শালনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লাবু মিয়া (নৌকা), কোটাকোল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাচান আল মাসুদ (নৌকা) প্রতিকে বিজয়ী হয়েছেন।
অপরদিকে মল্লিকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুর রহমান শহিদ (মোটরসাইকেল), লাহুড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরান সিকদার (ঘোড়া), দিঘলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ বোরহান উদ্দিন (আনারস), নলদী ইউনিয়নে আবুল কালাম আজাদ পাখি (আনারস), লক্ষিপাশা ইউনিয়নে নূর মহম্মদ (আনারস) প্রতিক বিজয়ী হয়েছেন।
১২টি ইউনিয়নে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
প্রিন্ট