কুষ্টিয়ার খোকসায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভার বক্তাগণ ভিজিটার বাংলাদেশ এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট