কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম ।
তিনি বলেন আমাদের কাছে সকল প্রার্থী সমান, অবাধ নিরপেক্ষ নির্বাচনে ভোট নিতে আইন অনুযায়ী যা যা করা দরকার তাই করা হবে। তিনি আরো বলেন ভোটের কোনো পরিবেশ বিঘ্ন করলে এবং আইনের ব্যত্যয় হলে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।
শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর.এম শাহ নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা নির্বাচনী কর্মকর্তা রশিদুল আলম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
মতবিনিময় সভায় উপস্থিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত সদস্যরা স্ব-স্ব নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সব সমাধান বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার। উল্লেখ্য খোকসা উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ৪০ জন, সাধারণ সদস্য ২৭৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ জন উপস্থিত ছিলেন।
ছবি:
প্রিন্ট