কুষ্টিয়ার খোকসায় “আপনার অধিকার আপনপর দায়িত্ব দুরনীতিকে না বলুন” এই শ্লোগান কে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে খোকসা উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যারী শেষে খোকসা বাজার প্রধান সড়কে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীরীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ সদর উদ্দিন খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথি বলেন বর্তমান সরকার দুর্নীতি দমনে বদ্ধ পরিকর, এই বিষয়কেই সামনে রেখে সরকার দেশের দুর্নীতি বাজদের সনাক্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করেছে। যার ফলে বাংলাদেশ বিশ্বে মধ্যম আয়ের দেশের মডেল হিসেবে পরিণত হয়েছে। তিনি আরো বলে আমরা যার যার অবস্থানে থেকে নিজেদেও কাজ সঠিক ভাবে পালন করলে দেশ দুর্নীতি মুক্ত হবে।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারমান সেলিম রেজা, স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা: কমরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর, খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ।
প্রিন্ট