প্রতি বছরের ন্যায় এ বছরেও পাবনার চাটমোহর মথুরাপুর ইউনিয়ন সাড়োরা গ্রামে মঙ্গলবার(৭ ডিসেম্বর) বিকেলে শ্রী শ্রী বনদূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এদিন দুপুরে ঘটে প্রতিমা স্থাপন, পূজার্চনা ও শেষে শত শত ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে শেষ হয় পুজার আনুষ্ঠানিকতা। পুজা উপলক্ষে শতশত ভক্তের সমাগম ঘটে। অনেক ভক্ত তাদের মনোবাসনা পুরনের জন্য উপস্থিত হন বনদূর্গা তলায়।
এ সময় মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি জয়দেব কুন্ডু,সাংগঠনিক সম্পাদক তুষার ভট্টাচার্য্য,চাটমোহর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সুদীপ্ত কর্মকার, সাংবাদিক বিপ্লব আচার্য, থানার এস আই প্রদীপ কুমার সরকার, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক অনুপ কুমার কুন্ডু, মন্দির কমিটির রাধা মাধব সরকার, লক্ষ্মণ ভট্টাচার্য্য, শ্যামল কর্মকার প্রমূখ
উপস্থিত ছিলেন।
প্রিন্ট