ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের আ. লীগ বিদ্রোহী, স্বতন্ত্র চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারণ (মেম্বার) ও সংরক্ষিক মহিলা সদসদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ.বি.এম আজমল হোসেনের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম, রিটার্নিং কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, রিটার্নিং কর্মকর্তা ও সমবায় অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এই উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর তফসিল অনুযায়ী ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে মোট ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিন্ট