ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোর করে ভোট কেটে নেয়ার সুযোগ নেই। সুষ্ঠু নিরপেক্ষ শান্তির সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান বা মেম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী সকলকে নির্বাচনী আচরণ বিধি মানতে উদাসীনতা দেখা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কোন প্রকার সহিংসতা করা থেকে বিরত থাকতে হবে।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের ৭নং বিট পুলিশিংয়ের আয়োজনে গতকাল সোমবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ ইউনিয়নে সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে এমনটি বললেন বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল আলম।
সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব মোল্যা তারা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক শেখ, সাবেক চেয়ারম্যান একেএম হামিদুল বারী বরুণ মিয়া, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান পনিরসহ ৯টি ইউনিয়নের সদস্য সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট