জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিব বর্ষ উপলক্ষ্যে নড়াইলে “বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট”এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের ,এমপি ।
নড়াইল-২এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার সার্বিক তত্ত্বধায়নে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মাহমুদ উল্লাহ রিয়াদ ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ ওবায়দুল কাদের ,এমপি বলেন, আপনারা জানেন ক্রিড়া চর্চা ,তরুনদের সৃজনশীলতার বিকাশ ঘটায়, বর্তমান প্রজন্ম যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গড়ে উঠছে মাদক, সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে , এই করোনা পরিস্থিতিতে তিনি ক্রিড়া সংস্কৃতি চর্চার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে আহ্বান জানান।
সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলূ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন,পিপিএম বার, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির পিতা গোলাম মোর্তুজা স্বপনসহ অনেকে।
জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি,সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ,সাংবাদিক, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে এক্সপ্রেস ফাউন্ডেশন, নূর মোহম্মদ একাদশ, বিজয় সরকার একাদশ, এস,এম, সুলতান একাদশ ও মোসলেম উদ্দিন একাদশ অংশ গ্রহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।