ফরিদপুরের নগরকান্দায় ছাগল পালনের প্রশিক্ষন ও হত দরিদ্র নারীদের মাঝে বিনা মূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকালে বেসরকারি প্রতিষ্ঠান পথকলি সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ছাগল পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় ১৭ জন হতদরিদ্র নারীকে বিনা মূল্যে ৩৪টি ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলার তালমার সদরবেড়ায় অবস্থিত সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃসাইফুল কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লা মোঃআহসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, তালমা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল মিয়া, পথকলি সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুউজ্জামান চৌধুরী মুন্নু, সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের পরিচালক প্রশাসন কাজী সিরাজুল ইসলাম, পথকলি সংস্থার মনিটরিং কর্মকর্তা আল মামুন সিদ্দিকী প্রমুখ।
প্রিন্ট