ফরিদপুরের নগরকান্দায় এক শিক্ষককে গালি দেওয়ায় অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানাগেছে উপজেলার বেতাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসান মঙ্গলবার সকালে স্কুলে অধা ঘন্টা দেরীতে বিদ্যালয় উপস্থিত হয়। সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসার প্রসাদ সরকার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসান বিলম্ব করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। তখন তিনি রাজিবুল কে ফোন করে অকথ্য ভাষায় গালি দেয়।
বুধবার এই খবর শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়াও শিক্ষক রাজিবুল হাসান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মিয়ার ছেলে। রাজিবুল মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডরে সদস্যদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজিবুল হাসান বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় তার ওষুধ কিনে বাড়ীতে দিয়ে বিদ্যালয়ে যেতে একটু বিলম্ব হয়। তাই এটিও স্যার আমাকে অকথ্য ভাষায় গালি দেয় এবং হুমকি দেয় যে প্রসাদকে তুই চিনিস না। দেখ প্রসাদ কি জিনিস তোকে চিনিয়ে দিচ্ছি।
অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষা অফিসার প্রসাদ সরকার বলেন, রাজিবুলকে গালি দেইনি। বিদ্যালয়ে বিলম্বে আসার কারনে ওকে ধমক দিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান বলেন, স্যার মোবাইল ফোনের মাধ্যমে স্কুল ভিজিট করেছেন। আমাকে ফোনে জিজ্ঞাসা করেছেন আমি বলেছি রাজিবুল হাসান একটু পরে এসেছেন। পরে রাজিবুল আমাকে বলেছে প্রসাদ স্যার নাকি ওকে ফোন করে গালি দিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন বলেন, এটিও সাহেব যদি শিক্ষককে গালি দিয়ে থাকে তাহলে উনি ভুল করেছেন। কোন শিক্ষক অনিয়ম করলে তার নিকট জবাব চাইতে পারেন।
প্রিন্ট