বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান মেজর জেনারেল ড.মোঃ ফসিউর রহমান, এনডিসি (অব:)। গত রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটি অনুমোদন দিয়েছেন।
কৃষিবিদ ড.মির্জা জলিলকে এই কমিটির চেয়ারম্যান ও ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করা হয়েছে। মেজর জেনারেল ফসিউর রহমান (অব:) এই উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এলাকার আঃলীগ ও এর সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সরকার ২০২০ সালে স্বশস্ত্র বাহিনী থেকে মেজর জেনারেল ড. মো. ফসিউর রহমান, এনডিসিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরাসরি ক্যাপ্টেন পদে যোগদান করা পাবনার এই কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর, বিভিন্ন ফিল্ড অ্যাম্বুলেন্স, মেডিকেল ইউনিট, সিএমএইচ এবং প্রেষণে বাংলাদেশ রাইফেলস্-এর বিভিন্ন সেক্টর ও পাবনা ক্যাডেট কলেজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোজাম্বিক, সিয়েরালিওন এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। ফসিউর রহমান ডেপুটি কমান্ড্যাণ্ট পদে সিএমএইচ-ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা সেনানিবাসের কমান্ড্যাণ্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রিন্ট